skills

পার্সোনাল স্কিল সোর্সিং অ্যান্ড ডেভেলপমেন্ট

পার্সোনাল স্কিল সোর্সিং অ্যান্ড ডেভেলপমেন্ট
আপনি যা করতে পারেন সবকিছুই আপনার স্কিল
আমরা দশজন বন্ধু মিলে একসাথে হলে, আমরা কোন কিছু কাজ করতে চাইলে তখন ওই কাজের জন্য যে বেস্ট তাকে খুঁজি
যেমন বন্ধুরা মিলে খেতে যাবেন অমুককে বল সে ভালো হোটেল, ভালো খানা চিনে,
কোথাও বেড়াতে যাবেন অমুককে বল সে কম ভাড়ায় গাড়ি ম্যানেজ করবে
অমুক কে বল সে গান পারে সে সারা রাস্তায় আমাদের গান শোনাবে অথবা তাকে বল সে আমাদের সারা রাস্তায় জোকস শুনায় মাতায় রাখবে
অথবা তাকে নিয়ে নে একটু সেয়ানা আছে ঝামেলায় পড়লে কাজে লাগবে অথবা এই কাজটা কে আরো গুছাতে ওকে বল সে বেশ গুছিয়ে কাজ করতে পারে এ ধরনের প্রত্যেকটা মানুষেরই পার্সোনাল স্কিল থাকে যা তার নির্দিষ্ট গণ্ডিতে বন্ধু-বান্ধব আত্মীয় পাড়া পড়শীর কাছে বেশ জনপ্রিয়
আপনাকে আপনার ওই ইস্কেল নিয়েই আগাতে হবে
যে ঘরের রান্না করত আজকে তারা অনলাইনে অর্ডার নিয়ে সবার জন্য খানা বানাচ্ছে এবং নিজেকে প্রতিষ্ঠা করেছে, যে সুন্দর করে গুছিয়ে গল্প বলতো সে আজকে ইউটিউব চ্যানেল বানিয়ে দেশ-বিদেশে নাম কামাচ্ছে কেউ ধর্ম শেখাচ্ছে কেউ রান্না শিখাচ্ছে কেউ ছোট ছোট টিপস দিয়ে বিভিন্ন পোস্ট বা লিখা দিয়ে মানুষকে অনেক অজানা জিনিস জানাচ্ছে, সেখানে কেউ দেশ-বিদেশের খবর নিয়ে ট্রাভেল চ্যানেল বানাচ্ছে এ ধরনের সবাই তার পার্সোনাল স্কিল দিয়ে এগিয়ে যাচ্ছে
আপনাকেও আপনার গোল সেট করতে হলে আগে আপনার পার্সোনাল স্কিল আপনাকে জানতে হবে বা সেটাকে খুঁজে বার করতে হবে, সেটাকে ডেভেলপ করতে হবে মানে একে প্রফেশনাললি কাজে লাগানোর উপযুক্ত করতে হবে এবং তার সাথে কিছু টেকনিক্যাল কোর্স করে আপনি প্রফেশনাল ফিল্ডে চলে যাবেন যেখানে আপনার এই পার্সোনাল স্কিল এবং প্রফেশনাল কোর্স দিয়ে আপনি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারবেন
আপনার এই ক্ষেত্রে আমরা আপনাকে সাহায্য করবো
আপনাকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয়ার জন্য আমরা আছি, গল্পের ছলে আপনার জীবনের আঁকাবাঁকার প্রত্যেকটা পর্ব থেকে বের করে নিয়ে আসবো আপনার সেই ইনভিজিবল পাওয়ার, যেটাকে কাজে লাগিয়ে আপনি হয়ে যাবেন এক অনন্ত উদাহরণ, আপনাকে সহযোগিতা উপদেশ এবং উৎসাহ দিয়ে নিয়ে যাব আপনার আগামীর সুন্দর ভবিষ্যতের দিকে।
আপনার সেই আগামীর সোনালী ভবিষ্যৎ এর পথে আপনাকে স্বাগতম।
“পথিকৃৎ”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *