আপনি কি জানেন প্রতিটা মানুষ জন্মায় একটা নিজস্ব সুপার পাওয়ার নিয়ে?
আপনি কি জানেন আপনার সেই সুপার পাওয়ার টা কি?
আপনার বুদ্ধি পরামর্শে এবং দেখানো পথে আপনার আশেপাশের অনেক মানুষই জীবনে সাফল্য পেয়েছে জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছে কিন্তু আপনি সেভাবে সে রকম কিছুই করতে পারেননি
কেন একবার ভেবে দেখেছেন??
অনেকবার অনেক রকম চেষ্টা করেছেন কিন্তু ব্যাটে বলে হচ্ছেনা
কিছু দূর এগিয়ে যেয়ে আবার পিছিয়ে পড়ছেন
নিজেকে ঠিকঠাক গুছিয়ে নিতে পারছেন না যেটা কিনা অন্য আর ১০ জনের জন্য আপনি ঠিকই করে দিচ্ছেন
কিন্তু কেন একবার ভেবে দেখেছেন??
ভালো জব করছেন আয় রোজগার ভালো কিন্তু তারপরেও জীবনটা মনে হচ্ছে টেনেটুনে নিয়ে যাচ্ছেন
আপনি এর চেয়ে আরো ভালো কিছু ডিজার্ভ করেন
আপনার শুধু নিজেকে নিয়ে থাকতে হচ্ছে
আশেপাশের মানুষ পরিচিত মানুষ সমাজ দেশের জন্য কিছু করবেন, সেটা হয়েই উঠছে না!! তাই না??
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত
সৃষ্টিকর্তা প্রতিটা মানুষকে একটা সুপার পাওয়ার দিয়েই পৃথিবীতে পাঠায়
প্রত্যেকটা মানুষের জন্মই নির্দিষ্ট কোন কারণে
অবশ্যই সৃষ্টি কর্তা প্রতিটি জন্মের পিছনে কারণ নির্ধারণ করে রেখেছেন!!!
প্রতিটি মানুষই তার জীবনের বিভিন্ন সাফল্য কার্যক্রম দিয়ে মানুষ সমাজ দেশের বা মানব সভ্যতায় কার্যকর ভূমিকা রাখতে পারবে!
এবং সেই জন্য প্রতিটা মানুষের ভেতরে মহান সৃষ্টিকর্তা একটা স্পেশাল পাওয়ার সুপার পাওয়ার দিয়ে দেন!
মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া ম্যাক্সিমাম মানুষই জানে না তার সেই সুপার পাওয়ার বা স্পেশাল পাওয়ার টা কি ?
আপনি হয়তো চিন্তাও করেননি কখনো এভাবে
ভেবেছেন আমাকে দিয়ে আর কি হবে চলছে চলুক না!
মোটামুটি খারাপ আছি নাকি ?
না, কেন আপনি মোটামুটি বা টানাটানি করে চলবেন ?
কেন আপনি মানুষের গোল ঠিক করে দিতে পারবেন মানুষকে বুদ্ধি পরামর্শ দিয়ে ঠিক জায়গামতো পৌঁছে দেয়ায় সহায়তা করবেন
কিন্তু আপনার বেলায় উদাসীন থাকবেন?
আপনি কি কখনো খুঁজে দেখেছেন আপনার সেই লুকায়িত গুণটা কি?
কি সেই সুপারপাওয়ার নিয়ে আপনি লোক চক্ষুর আড়ালে চুপচাপ বসে আছেন ??
যদি জেনে থাকেন তাহলে আপনাকে সাধুবাদ
আর যদি না জেনে থাকেন অথবা ঠিক বুঝে উঠতে পারছেন না তাহলে আমরা আপনার সাহায্যে, হাত বাড়িয়ে দিয়েছি আসুন আমরা কথা বলি গল্প করি আপনার জীবনের আঁকাবাঁকা গলি গুলো জানি এবং আপনার সেই লুকায়িত গুনটি আপনার সামনে উদ্ভাসিত করার চেষ্টা করি।
এটা দিয়ে আপনি আপনার জীবনের চলার পথ পরিবর্তন করতে পারবেন
উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন আপনি
সাথে উন্নতির ছোঁয়া লাগবে আপনার আশেপাশের মানুষের আপনার পরিবারের আপনার সমাজের
আপনার দ্বারা গোটা একট সমাজ পরিবর্তিত হয়ে যাবে
এই বিশ্বাসটা আপনি না করলেও একবার জিজ্ঞেস করে দেখুন আপনার বাবা-মা ঠিকই এটা বিশ্বাস করে
কারণ একমাত্র তারাই জানে আপনার ভিতরে কি আছে!!
অনেকবার বলেছে অবহেলায় হেলাফেলা করে বিষয়টা সিরিয়াসলি নেননি
এখন এই সময় এসে আর দেরি নয়
আসুন আমাদের সাথে গল্পের ছলে আপনি আপনার সেই লুকায়িত গুণটি জেনে নিয়ে জীবনকে আরো গুছিয়ে নিন সাফল্যের চরম শিখরে পৌঁছে যান
আপনাকে সাফল্যমন্ডিত করে
আপনার জীবন চলার পথের সঙ্গী বা পথিকৃৎ হওয়ার জন্যই আমরা অধীর আগ্রহ নিয়ে বসে আছি
আপনার নতুন ভুবনে আপনাকে স্বাগতম।
“পথিকৃৎ”