know thyself

আমার কি চাহিদা, আমার লুকায়িত গুণ, ভেতরের জিনিসগুলো আমাকে আগে জানতে হবে

একবার ভেবে দেখুন তো একটা অনেক বড় শপিং মল সেখানে নানা রকম কাপড়-চোপড় আছে শার্ট প্যান্ট গেঞ্জি লুঙ্গি পাঞ্জাবি পায়জামা বাচ্চাদের ড্রেস মহিলাদের ড্রেস কামিজ সালোয়ার থ্রি পিস ফ্রক আরো শত শত রকম ড্রেস।
এসব প্রত্যেকটা ড্রেস বিভিন্ন সাইজের আছে আবার প্রত্যেকটা ড্রেসের বিভিন্ন ডিজাইন আছে
এখন আপনি ওখান থেকে কোনটা কিনবেন সেটা আপনাকে নিজেকে বেছে নিতে হবে
সেটা কিভাবে করবেন
কেউ আপনাকে বলে দিল এই বাচ্চাদের ড্রেসটা খুব সস্তা দেখতে খুব সুন্দর অনেকদিন টিকবে আপনি কি সেটা নিবেন।
না
কারণ আপনি তো বাচ্চা না
আপনি নিবেন সেই ড্রেস যেটা আপনার শরীরে ফিটিং হবে
তারমানে প্রথম বিবেচনা তার শরীরের মাপ জানতে হবে আপনাকে
তারপর আসবে কোন ডিজাইন কিনবেন কোন কালার কিনবেন তারপর শার্ট গেঞ্জি পাঞ্জাবি কোনটা আপনার প্রয়োজন তারপর দামটা আপনার স্বাদ্ধের মধ্যে কিনা
এসব কিছু বিবেচনা করে আপনি যেটা কিনবেন আশা করি সেটা আপনার কাজে লাগবে লাগবে
এইসব বিবেচনা করার জন্য আপনাকে আপনার কিছু ব্যক্তিগত বিষয় জানতে হবে বা আপনি হয়তো সেটা জানেন যেমন আপনার কি প্রয়োজন পাঞ্জাবি-পায়জামা শার্ট প্যান্ট নাকি অন্য কিছু আপনার বাজেট কেমন আপনার আসলে এটা কেন কেনা উচিত শখ করে নাকি আপনার প্রয়োজন এমন ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা জেনে শুনে আমাদের জন্য সামান্য একটা পোশাক কিনি
কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোন বিষয়টা কোন কোর্সটা কোন রাস্তাটা আমার প্রয়োজন সে বিষয়ে আমাদের তেমন কোন ধারনাই নাই
কারণ আমরা আমাদের এসব বিষয় জানার কখনো চেষ্টাই করি না শুধু মানুষ থেকে শুনে সোনার হরিণ ধরার জন্য তার পিছু পিছু ছুটে বেড়াই
আমাদের উচিত আমাদের নিজের ভেতর থেকে আমার সেই চাহিদা, আমার লুকায়িত গুণ খুঁজে বের করা, যেটা আমাদের পক্ষে অনেক কষ্টকর আর তাই আমাদের প্রয়োজন এমন একজনের সাথে কথা বলা বা এমন একজনের সাথে আমার বিষয়গুলো নিয়ে আলোচনা করা যিনি আমার ভেতরের জিনিসগুলো আমাকে জানিয়ে দিবেন বুঝিয়ে দিবেন গুছিয়ে দিবেন যা দিয়ে আমি আমার সামনের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবো
আর সেই জন্যই আপনাকে আমাদের এই “পথিকৃৎ “ এ স্বাগতম।
আমাদের এখানে আপনি জানতে পারবেন আপনার ভেতরে কি আছে সেটা দিয়ে আপনি কিভাবে আপনাকে আপনার নির্দিষ্ট গোল পর্যন্ত নিয়ে যাবে।
আপনার কিছু নেগেটিভ গুন আছে যা কিনা আপনার সমস্ত পজেটিভ সাইটগুলোকে আড়াল করে রাখছে
হয়তো বেশি না একটাই, তবুও সেটাকে পরিহার করতে হবে,
মনে রাখবেন নিজের জীবনের ক্ষেত্রে শতভাগ সফলতার জন্য সব সময় শতভাগ পজিটিভ থাকতে হবে। অনেক তো চেষ্টা করেছেন দেখুন না আরেকবার না হয় আমাদের সাথে।
আপনার সেই কাঙ্খিত এবং সুন্দর ভবিষ্যতের পথে পাথেয় হতে চাই, সহযোগী হয়ে থাকতে চাই আমরা
“পথিকৃৎ”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *